বাংলার আয়না

ব্যাংকারদের সর্বনিম্ন বেতন নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
বেসরকারি খাতের ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সর্বনিম্ন বেতন নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রথমবারের মতো এ বেতন নির্ধারণ করা হলো। আগামী মার্চ থেকে এটি কার্যকর হবে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, এসিস্টেন্ট অফিসার/ট্রেইনি এসিস্টেন্ট অফিসার/ট্রেইনি এসিস্টেন্ট ক্যাশ অফিসার অথবা সমপর্যায়ের কর্মকর্তা, যে নামেই অভিহিত হোক না কেন, ব্যাংকের এন্ট্রি লেভেলে নিযুক্ত কর্মকর্তাদের শিক্ষানবিসকালে ন্যূনতম ২৮ হাজার টাকা বেতন-ভাতাদি হবে।

শিক্ষানবিসকাল শেষে কর্মকর্তাদের প্রারম্ভিক মূল বেতনসহ ন্যূনতম সর্বমোট বেতনভাতাদি হবে ৩৯ হাজার টাকা। নতুন নির্ধারিত বেতন-ভাতাদি কার্যকর করার পর একই পদে আগে থেকে কর্মরত কর্মকর্তাদের বেতন-ভাতাদি আনুপাতিক হারে বাড়াতে হবে

Scroll to Top