বাংলার আয়না

বাটলারের আরও একটি সেঞ্চুরি, রান পাহাড়ে রাজস্থান

ক্রীড়া প্রতিবেদক
চলতি আইপিএলে ৩০তম ম্যাচ চলছে। এই ৩০তম ম্যাচে সবমিলে সেঞ্চুরি হয়েছে তিনটি। প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেন রাজস্থান রয়েলসের ইংলিশ ওপেনার জস বাটলার। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেন লখনৌর অধিনায়ক লোকেশ রাহুল।

সোমবার চলতি আইপিএলের তৃতীয় এবং আসরে দ্বিতীয় সেঞ্চুরি করলেন জস বাটলার। এদিন মুম্বাইয়ের ব্রার্বোন স্টেডিয়ামে টস জিতে রাজস্থানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকেন বাটলার।

ওপেনিং জুটিতে ডেবুট পাদ্দিকলকে সঙ্গে নিয়ে ৯.৪ ওভারে ৯৭ রানের পার্টনারশিপ গড়েন বাটলার। ১৮ বলে ২৪ রান করে ফেরেন পাদিক্কল। এরপর অধিনায়ক সাঞ্জু স্যামসনকে সঙ্গে নিয়ে ৬৪ রানের জুটি গড়েন বাটলার। ১৯ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরেন স্যামসন।

এরপর সিমরন হিতমারের সঙ্গে মাত্র ১৯ রানের জুটি গড়তেই বিপদে পড়ে যান বাটলার। তার আগে ৬১ বল খেলে ৯টি বাউন্ডারি আর ৫টি ছক্কার সাহায্যে ১০৩ রান করেন।

ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে যাওয়া সিমরন হিতমারের ১৩ বলের অপরাজিত ২৬ রানে ভর করে ৫ উইকেটে ২১৭ রানের পাহাড় গড়ে রাজস্থান।

Scroll to Top