ক্রীড়া প্রতিবেদক
আজ দেখা যাবে বিশ্বকাপ ফুটবলের দুটি হাইভোল্টেজ ম্যাচ। বিকালে মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা, রাতে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। কাতার বিশ্বকাপের আজ জমে ক্ষীর হওয়ার দিন! একইদিনে শুরু হচ্ছে শিরোপার অন্যতম বড় দুই দাবিদারের বিশ্বকাপ অভিযান। ফাইনালের ভেন্যু লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় সৌদি আরবের মুখোমুখি হবে আর্জেন্টিনা। রাত ১টায় আল জানুব স্টেডিয়ামে ফ্রান্সের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ফ্রান্স বর্তমান চ্যাম্পিয়ন হলেও দর্শক উন্মাদনা এবার আর্জেন্টিনাকে ঘিরেই বেশি। অধিনায়ক মেসির পঞ্চম ও সম্ভাব্য শেষ বিশ্বকাপের প্রস্তুতিটা দুর্দান্ত হয়েছে। টানা ৩৬ ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপে ৩৬ বছরের শিরোপা খরা ঘোচানোর মিশনে নামছে কোপা চ্যাম্পিয়নরা। স্বপ্নসারথি মেসিও আছেন সেরা ছন্দে। ৩৫ বছর বয়সি পিএসজি তারকার বর্ণিল ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা ঘোচাতে তার সতীর্থরাও এবার উন্মুখ।
চোটের থাবায় জিওভানি লো সেলসো, হোয়াকিন কোরেয়া ও নিকো গঞ্জালেজ বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেও তাতে আর্জেন্টিনার আত্মবিশ্বাসে চিড় ধরেনি। কারণ, সব পজিশনেই যোগ্য বিকল্প আছে তাদের। তবে কাতারে আসার পর প্রথম দুদিন দলের সঙ্গে মেসি অনুশীলন না করায় কিছুটা শঙ্কার কালো মেঘ জমেছিল। পরে কেটে গেছে সেই মেঘ। জানা গেছে, আজ সৌদি আরবের বিপক্ষে মাঠে নামার জন্য পুরোপুরি ফিট আর্জেন্টিনা অধিনায়ক।
কাগজে-কলমে ‘সি’ গ্রুপের সবচেয়ে দুর্বল দল সৌদি আরব। ফিফা র্যাংকিংয়ের ৫১ নম্বরে থাকা হার্ভি রেনারের দলে বড় কোনো তারকা নেই। গত বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল রাশিয়া। আজ লুসাইলও সাক্ষী হতে পারে গোল উৎসবের। আর্জেন্টিনার আক্রমণভাগে মেসির সঙ্গে থাকবেন আনহেল দি মারিয়া ও লাওতারো মার্তিনেজ।