বাংলার আয়না

১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২১ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

কুয়াকাটায় পর্যটকদের ঢল, লোকে লোকারণ্য

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
টানা তিনদিন সরকারি ছুটি থাকায় কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল নেমেছে। ১৮ কিলোমিটার সমুদ্র সৈকত লোকে লোকারণ্য হয়েছে। আনন্দ ও উচ্ছ্বাসে কাছে উড়ে গেছে করোনাভীতি।

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত আড়াই মাস পর্যটক কম ছিল কুয়াকাটা সৈকতে। করোনার সংক্রমণ কমে আসায় প্রতিদিন বাড়ছে পর্যটকের সংখ্যা। টানা তিনদিন ছুটি থাকায় পর্যটকের পদভারে এখন মুখরিত হয়ে উঠেছে সাগর কন্যা কুয়াকাটা। কেউ বা ঘুরে দেখছেন নৈসর্গিক দৃশ্য।

কুয়াকাটার আকর্ষণীয় সমুদ্র সৈকত, সূর্যোদয়-সূর্যাস্তের দৃশ্য, কুয়াকাটা ইকোপার্ক, রাখাইন মার্কেট, ছায়াঘেরা নারিকেল কুঞ্জ, শুঁটকি পল্লী, বৃহৎ বৌদ্ধ মূর্তি, সবুজ বন, সৎ সঙ্গের মন্দির, ঝাউ বাগান, গঙ্গামতির লেকসহ সর্বত্র পর্যটকের ভিড় রয়েছে।

Scroll to Top