বাংলার আয়না

এমপি মুকুলের সাথে ভোলা জেলা জার্নালিস্ট ফোরামের মতবিনিময়

বোরহানউদ্দিন সংবাদদাতা
ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপির সাথে ভোলা জেলা জার্নালিস্ট ফোরাম এর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় এমপি মুকুল তাদের সাথে মতবিনিময় করেন।

রোববার (৯-মে) সাংবাদিক মাহমুদুল হাসান ফাহাদের সভাপতিত্বে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় সাংবাদিক তুহিন খন্দকার, মিজানুর রহমান, সাগর চৌধুরী, নিয়াজ মাহমুদ জয়, গোলাম কাদের মনসুর, মো. হাসনাইন, শাহিন সোহাগ, আশরাফুল ইসলাম ইমন, এম এ আশারাফ প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় কালে আলী আজম মুকুল ভোলার সাংবাদিকদের বিভিন্ন সফলতা ও ব্যার্থতা নিয়ে মতামত ব্যক্ত করেন এবং সাংবাদিক সংগঠনগুলোকে ঐক্যেবদ্ধভাবে কাজ করার দিকনির্দেশনা দেন। তিনি সাংবাদিকদের যেকোন সমস্যা সমাধানে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতিও দেন। পরে দৈনিক আমাদের সংগ্রাম এর পক্ষ থেকে আলী আজম মুকুল এমপিকে ক্রেস্ট প্রদান করা হয়।

Scroll to Top