বাংলার আয়না

চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিল’র ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিল’র ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মে) পৌর শহরের খানদানী রেষ্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কল্যাণ তহবিলের সভাপতি ইয়াছিন আরাফাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন।

অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল, পৌর আওয়ামী লীগের সভাপতি বাদল কৃষ্ণ দেবনাথ, পৌর মেয়র মো: মোরশেদ, চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ উল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, চরফ্যাশন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বনিক সমিতির সভাপতি প্রভাষক মনির উদিন চাষী, সাবেক পিপি এডভোকেট আমিনুল ইসলাম সরমান, সাংবাদিক এম. আবু সিদ্দিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইউছুফ হোসাইন ইমন, চরফ্যাশন থানার ওসি মো: মনির হোসেন মিয়া, দুলারহাট থানার ওসি মো: মুরাদ হোসেন।

এছাড়া কল্যাণ তহবিলের সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তহবিলের সাধারণ সম্পাদক আমির হোসেন এবং মোনাজাত পরিচালনা করেন খাসমহল জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম।

Scroll to Top