বাংলার আয়না

২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২২ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

জোড়া খুনের রহস্য উদঘাটনে পুরস্কৃত হলেন এএসপি

নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশনে চাঞ্চল্যকর ডাবল মার্ডার তথা আসলামপুর ইউনিয়নে মুণ্ডুহীন দুই ব্যক্তিকে পুড়িয়ে মারা, এই ঘটনার ১৪ দিন পর সপেটিক ট্যাংকি থেকে দুটি মুণ্ডু উদ্ধার, ক্লু-লেস এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং আসামীদের গ্রেফতারে সাহসী ভূমিকা পালনের স্বীকৃতি স্বরূপ ভোলার সহকারী পুলিশ সুপার ( চরফ্যাশন সার্কেল) শেখ সাব্বির হোসেনকে পুরস্কৃত করেছে ভোলা জেলা পুলিশ বিভাগ।

ভোলা জেলা পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার এর সভাপতিত্বে ২৯ এপ্রিল বৃহস্পতিবার ভোলা পুলিশ বিভাগের মাসিক কল্যাণ সভায় সহকারী পুলিশ সুপুার শেখ সাব্বির হোসেনের হাতে ওই পুরস্কারের সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

সভায় ভোলা জেলা পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার এএসপি শেখ সাব্বির হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে বলেন, এটি তার কৃতকর্মের স্বীকৃতি এবং তার ভবিষ্যৎ কর্মে উৎসাহ, উদ্দীপনা ও অনুপ্রেরণা যোগাবে।

Scroll to Top