বাংলার আয়না

জোড়া সেঞ্চুরিতে টাইগারদের বিপক্ষে বড় স্কোরের পথে শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক
পাল্লেকেলেতে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে বড় স্কোরের পথে রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। জোড়া সেঞ্চুরিতে দিন শেষে লঙ্কানদের সংগ্রহ ১ উইকেটে ২৯১ রান। সেঞ্চুরির দেখা পেয়েছেন দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও ওশাদা ফার্নান্দো।

সারা দিনে বাংলাদেশের সাফল্য মাত্র এক উইকেট। সেই উইকেট নেন অভিষেক ম্যাচে মাঠে নামা বাংলাদেশের তরুণ পেসার শরিফুল ইসলাম।
প্রথম টেস্টে টসে জিতেছিল বাংলাদেশ। অনুমিতভাবে মুমিনুল নিয়েছিলেন ব্যাটিং। কিন্তু দ্বিতীয় টেস্টে মুদ্রা নিক্ষেপে ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। ব্যাট করতে নেমে সারা দিনই কর্তৃত্ব দেখিয়েছে স্বাগতিকরা।

২৭ ওভারের প্রথম সেশনে ৬৬ রান তুলে স্বাগতিকরা। প্রথম সেশনে উইকেট পেতেও পারতো বাংলাদেশ। কিন্তু নিজেদের ভুলেই তা হয়নি। ২০তম ওভারে দুটি সুযোগ তৈরি করেন দারুণ বোলিং করতে থাকা আসা তাসকিন আহমেদ। প্রথম টেস্টে তিন উইকেট নেয়া ডানহাতি এই পেসার সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ফিল্ডাররা।

Scroll to Top