বাংলার আয়না

ঋতুরাজ বসন্ত এলো

ঋতুরাজ বসন্তে গ্রামবাংলায় মেলা, সার্কাসসহ নানা বাঙালি আয়োজনের সমারোহ হয়ে ওঠে। ভালোবাসার মানুষেরা মন রাঙালো বাসন্তী রঙেই। শীতের সাথে তুলনা করে চললো বসন্তকালের পিঠা উৎসবও।

দিনটিকে আরো উপভোগ্য করে তুলতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালনের উদ্যোগ নেয়। গতকাল শাহবাগ ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের চেয়ে বিক্রেতারা ফুলের দামও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন। ভীড়ও ছিল প্রচুর।

আগুন ঝড়া ফাগুণে ফুলে ফুলে সাজুক প্রকৃতি। সম্মান, প্রবৃদ্ধি, মর্যাদায় ভরে উঠুক বাংলা। চিরঞ্জিব হোক বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি।

Scroll to Top