বাংলার আয়না

১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২১ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

জীবন বিপন্ন ডেঙ্গুতে: আইসিইউ’র হাহাকার

নিজস্ব প্রতিবেদক
সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। রাজধানীসহ প্রতি জেলাতেই বাড়ছে ডেঙ্গু রোগী। চিকিৎসাধীন অবস্থায় যাদের একটি বড় অংশের মধ্যে শক সিনড্রোম দেখা দিচ্ছে। ডেঙ্গুর প্রাদুর্ভাবে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে আইসিইউ বেডের জন্য হাহাকার চলছে। কোথাও সিট খালি নেই। বর্তমানে আইসিইউ বেড যেন সোনার হরিণ।

আইসিইউ সাপোর্টের অভাবে রোগীদের আর্তনাদ বাড়ছে। দেশে করোনার সংক্রমণ যখন উদ্বেগজনক ছিল, সেই সময় আইসিইউ শয্যা নিয়ে যেমন হাহাকার ছিল, তেমন চিত্র আবারও ফিরে এসেছে। নিবিড় পরিচর্যাকেন্দ্র ফাঁকা না পেয়ে রোগী নিয়ে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে স্বজনদের। আইসিইউ বেডের জন্য রোগীদের নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটাছুটি করছেন স্বজনেরা। এমনকি সংবাদপত্র অফিসে ফোন করে আইসিইউর ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করছেন অনেকে। ইত্তেফাকে প্রতিদিন চার-পাঁচটি এমন ফোন আসে। সাধারণ মানুষের এই আর্তিতে বিব্রত হন চিকিৎসকেরা। কেবল চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না তাদের। আইসিইউ শয্যা না পেয়ে স্বজনেরা রিস্ক বন্ডে সই করে সাধারণ ওয়ার্ডে সেবা দিতে বাধ্য হচ্ছেন গুরুতর মুমূর্ষু রোগীর।

Scroll to Top