আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গে করোনার নতুন ধরন অমিক্রনের দাপট শুরুর মাস দেড়েকের মধ্যেই সংক্রমণ কমতে শুরু করেছে। সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে এর মধ্যেই বুধবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে।
আজ সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সরস্বতী পূজা আয়োজনেরও সিদ্ধান্ত হয়েছে।
রাজ্য সরকারের নির্দেশনায় বলা হয়েছে, আগামী বুধবার থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। খুলে যাবে কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ও আইটিআই। আর পঞ্চম থেকে সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের ক্লাস শুরুর বিষয়ে পাড়ায় পাড়ায় নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকেরা ব্যবস্থা নেবেন। তবে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।
আজ কলকাতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিক্ষোভ করে সংযুক্ত কিষাণ মোর্চা, সেখানে কুশপুতুল দাহ করা হয়।
মন্ত্রিসভার এ সিদ্ধান্তের আগে আজই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সিপিএমের ছাত্র ও যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই রাজ্যজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে। এ কর্মসূচি ঘিরে রাজ্যের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে ছাত্র ও যুবদের সংঘর্ষ হয়। পুলিশ বিভিন্ন স্থানে মিছিলকারীদের লাঠিপেটা করে। গ্রেপ্তার করে বহু ছাত্র ও যুব নেতা–কর্মীদের।
পাশাপাশি আজ রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আলাদা বিক্ষোভ করে বিজেপির ছাত্রসংগঠন এবিভিপি বা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।