বাংলার আয়না

সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি আজ

নিজস্ব প্রতিবেদক
সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে আজ। এই লটারি ১০ ডিসেম্বর হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে বেসরকারিতে পূর্বঘোষণা অনুযায়ী লটারি অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুর দুইটায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয় ভর্তির লটারির আয়োজন করা হচ্ছে। স্কুলে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে লটারির এই ফল দেখা যাবে। সরকারি স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এবারের লটারিতে আগামী শিক্ষাবর্ষের জন্য সরকারি বিদ্যালয়ে এক লাখ সাত হাজার ৮৯০ টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ছয় লাখ ২৬ হাজার ৫৯টি। সেই হিসেবে প্রতি আসনে ভর্তি হতে লড়বে পাঁচ দশমিক আটজন শিক্ষার্থী।

এর আগে ২০২১ ও ২০২২ সালে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম অনলাইন ও লটারির মাধ্যমে করা হয়। এরই ধারাবাহিকতায় সরকারি ও বেসরকারি (মহানগর, জেলা সদর ও উপজেলা সদর) মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় মাউশি।

সরকারি স্কুলে ৫৯ শতাংশ আসন কোটায় বরাদ্দ রাখা হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা ভর্তি সুযোগ পাবেন মাত্র ৪১ শতাংশ আসনে।

Scroll to Top