নিজস্ব প্রতিবেদক
হজ পালনের জন্য সর্বনিম্ন বয়স নির্ধারণ করেছে সৌদি আরব সরকার। হজ পালন করতে একজন মুসলমানের সর্বনিম্ন বয়স ধরা হয়েছে ১২ বছর। মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারি) সৌদি হজ মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। গালফ নিউজ।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালে হজের ভিসা পেতে হলে যাত্রীর বয়স অন্তত ১২ বছর হতে হবে। ১২ বছরের কম বয়সী কোনো যাত্রী কিংবা যাত্রীর তরফ থেকে কেউ হজের ভিসার জন্য আবেদন করলে তা গ্রহণ করা হবে না।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এ বছর যারা হজ করার পরিকল্পনা করেছেন তাদের নিবন্ধনকরণের ব্যাপারটিতে গুরুত্ব বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার; বিশেষ করে যারা এবার প্রথবারের মতো হজ করার সংকল্প নিয়েছেন, ভিসা পেতে হলে তাদের অবশ্যই নিবন্ধন করতে হবে।
এই নিবন্ধনের জন্য ‘আবশের’ নামে একটি অ্যাপও চালু করেছে সৌদি সরকার। চলতি বছর হজের মৌসুম শুরু হবে জুনের শেষদিক থেকে। এর অন্তত ২ মাস আগে এই অ্যাপটিতে নিজেদের নাম নিবন্ধন করতে হবে হজযাত্রীদের।
কোভিড-১৯ এর বিস্তার রোধে গত দুই বছর সৌদি আরবে হজ পালনের অনুমতি পাওয়া মুসলমানদের সংখ্যা কমিয়ে ফেলে। মহামারির আগে প্রায় ২৫ লাখ মুসলমান হজ পালন করতেন।