আন্তর্জাতিক ডেস্ক
ইসরাইলের হাইফা নগরীর একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার বিকেলে হাইফা নগরীর বাযান তেল শোধনাগারে এই দুর্ঘটনা ঘটে। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে এই খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
জানা যায়, তেল শোধনাগারের জরুরি বিভাগের কর্মীরা আগুন লাগার পর আগুন নেভাতে শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের আহ্বান করে। সাইবার হামলার ফলে ওই অগ্নিকাণ্ড শুরু হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়।
জানা গেছে, বাযান শোধনাগারের একটি ক্ষতিগ্রস্ত পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়। এছাড়াও অগ্নিকাণ্ডে তেল শোধনাগারের একটি গুরুত্বপূর্ণ পাইপ ভেঙে গেছে। জানা গেছে এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে শোধনাগার থেকে আপাতত তেল সরবরাহ বন্ধ রয়েছে।