আইটি প্রতিবেদক
আমাদের অনেকেরই ইচ্ছা হয় জানতে আমাদের মোবাইল ফোনটি আসল কি না। আরও ভালো হয় যদি কেনার আগে তা চেক করে নেয়া যায়। এই পদ্ধতিতে যেকোনো ব্রান্ডের মোবাইল ফোন ও মডেম চেক করতে পারবেন।
১। আপনার মোবাইলে ডায়াল করুন *#০৬# আর আপনার IMEI নম্বরটি দেখে নিন।
২। যদি নতুন মোবাইল কেনার সময় চেক করতে চান তবে দেখবেন মোবাইল বক্সের এক পাশে স্টিকারে IMEI কোড দেয়া থাকে সেখান থেকে দেখে নিন।
৩। https://www.imei.info/ এই লিঙ্কে যান।
৪। বক্সে আপনার IMEI নম্বরটি লিখুন।
৫। Check এ ক্লিক করুন। আপনার ফোনটি যদি আসল হয় তবে আপনার ফোনের যাবতীয় তথ্য আপনি দেখতে পাবেন। এটি যদি মিলে যায় তবে আপনার ফোনটি আসল। আর না মিললে তো বুঝতেই পারছেন।