বাংলার আয়না

২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২২ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

পদ্মায় বড়শি ফেলে উঠল ৮ কেজির চিতল

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদী থেকে ধরা হয়েছে এ দুটি মাছ। চিতল মাছটি আট কেজি এবং আইড় মাছটির ওজন ১০ কেজি।
গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদী থেকে ধরা হয়েছে এ দুটি মাছ। চিতল মাছটি আট কেজি এবং আইড় মাছটির ওজন ১০ কেজি।

নিতান্ত শখের বশে পদ্মায় ফেলেছিলেন বড়শি। সুতার টান আন্দাজ করে বোঝাই যাচ্ছিল, টোপের ওপাশে বড় কিছু আছে। বহু কসরত করে ওপরে টেনে দেখা গেল আট কেজির এক চিতল। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট–সংলগ্ন এলাকায়।

বৃহস্পতিবার (২০ জানুয়রী) সন্ধ্যায় ধরা পড়া মাছটি আজ শুক্রবার সকালের নিলামে কিনে নিয়েছেন চান্দু মোল্লা নামের স্থানীয় এক মাছ ব্যবসায়ী।

ফেরিঘাট এলাকার চাঁদনী-আরিফ মৎস্য আড়তের স্বত্বাধিকারী চান্দু মোল্লা জানান, আজ (শুক্রবার) ভোরে তিনি আরও একটি বড় আইড় মাছ কিনেছেন। ১০ কেজি ওজনের মাছটি পদ্মায় জেলেদের জালে ধরা পড়েছিল। প্রকাশ্য নিলাম থেকে ২৮ হাজার ৮০০ টাকা দাম হাঁকিয়ে মাছ দুটি তিনি কিনেছেন।

চান্দু মোল্লা বলেন, আইড় মাছটি ২ হাজার টাকা কেজি দরে এবং চিতল মাছটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৩১ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি।

Scroll to Top