বাংলার আয়না

২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২২ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

প্রতিদিন ৪১ কোটি টাকার আয় হারাচ্ছে টুইটার

আন্তর্জাতিক ডেস্ক
টুইটারের কর্মীসংখ্যা কমিয়ে ফেলার কারণ হিসেবে প্রতিষ্ঠানটির আয়ে বিশাল ধস নামার কথা জানিয়েছেন ইলন মাস্ক। আর এই ধস নামার জন্য সমালোচক ও প্রতিবাদী গ্রুপগুলোকে দায়ী করেছেন তিনি। মাস্কের অভিযোগ, সমালোচকদের চাপেই টুইটারকে অর্থপ্রদান থেকে পিছু হটছেন বিজ্ঞাপনদাতারা। বিবিসি।

গতকাল শনিবার এক টুইটে ইলন মাস্ক বলেন, দুর্ভাগ্যজনকভাবে,প্রতিদিন ৪০ লাখ মার্কিন ডলার (৪১ কোটি টাকা প্রায়) আয় হারানোয় টুইটারের কর্মীসংখ্যা কমানো ছাড়া আর কোনো পথ ছিল না। তবে চাকরিচ্যুত সবাইকে ক্ষতিপূরণ বাবদ তিন মাসের অগ্রিম বেতন দেওয়া হয়েছে, যা আইনগত বাধ্যবাধকতার চেয়ে ৫০ শতাংশ বেশি বলে দাবি করেছেন টুইটারের নতুন মালিক। এর আগে, গত শুক্রবার বিশ্বব্যাপী টুইটারের বহু কর্মী চাকরিচ্যুত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। শোনা যায়, মাস্ক টুইটার কিনে নেওয়ার পর চাকরি হারিয়েছেন প্রতিষ্ঠানটির কয়েক হাজার কর্মী।

টুইটারের নিরাপত্তা প্রধান ইয়োয়েল রথ এক টুইটে নিশ্চিত করে বলেন, প্রতিষ্ঠানটির ‘প্রায় ৫০ শতাংশ কর্মী’ কমিয়ে ফেলা হয়েছে। তবে সোশ্যাল মিডিয়া জায়ান্টের ২ হাজারের বেশি কন্টেন্ট মডারেটরের বেশির ভাগই চাকরিতে বহাল রয়েছেন বলে জানান তিনি।

বর্তমানে টুইটারের পুরো আয়ই আসে বিজ্ঞাপন থেকে। ইলন মাস্ক প্রতিষ্ঠানটির মালিকানা গ্রহণের পর থেকে ভক্সওয়াজেনের মতো বেশ কিছু খ্যাতনামা ব্র্যান্ড বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছে।

Scroll to Top