বাংলার আয়না

২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২২ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

প্রতীকে নয়, প্রার্থীর পরিচয় গোঁফে!

আন্তর্জাতিক ডেস্ক
ভারতের উত্তর গুজরাটের হিম্মতনগর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মগনভাই। তার নির্বাচনি প্রতীক আপেল। তবে আপেল নয়, নিজের গোঁফ দিয়েই আলোড়ন সৃষ্টি করেছেন এই মগনভাই।

প্রায় আড়াই ফুটের গোঁফ নিয়ে গুজরাট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মগনভাই।

সাবেক এই সেনা কর্মকর্তা ২০১২ সালে চাকরি থেকে অবসরগ্রহণ করেন। কর্মসূত্রে কাশ্মীর সীমান্তে বন্দুক হাতে পাহারা দিয়েছেন। তবে চাকরি থেকে অবসর গ্রহণের পরেই সক্রিয় রাজনীতিতে আসেন তিনি।

এ সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে মগনভাই জানিয়েছেন, দেশের সাবেক সেনা কর্মকর্তারা এ দেশে বিশেষ কোনো সুযোগসুবিধা পান না। চাকরির শর্ত মেনে তাদের দ্রুত অবসরগ্রহণ করতে হলেও বিকল্প কোনো চাকরি দিয়ে সাহায্য করা হয় না বলে অভিযোগ তার।

তার দাবি, অবসর গ্রহণের পর তিনি নিজে এ বিষয়ে জনমত গড়ে তোলার চেষ্টা করেন; কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই সক্রিয় রাজনীতিতে নামার সিদ্ধান্ত নেন তিনি।

আড়াই ফুটের গোঁফ নিয়ে তিনি বিধায়ক হতে পারেন কিনা, তা জানার জন্য অপেক্ষা করতে হবে ৮ ডিসেম্বর পর্যন্ত।

Scroll to Top