বাংলার আয়না

২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২২ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

ভারতে একদিনে করোনার সাড়ে তিন লাখ সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক
করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ে টালমাটাল ভারত। দেশটিতে হু হু করে বাড়ছে সংক্রমিত রোগী। দৈনিক শনাক্তে হচ্ছে নতুন রেকর্ড।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২১ জানুয়ারি) গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৪৭ হাজার ২৫৪ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৭০৩ জনের।

করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রনের আগমনে সংক্রমণ এতো পরিমাণে বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশটিতে একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ডটি হয়েছিলো গত বছরের মে মাসের ১ তারিখ। সেদিন দেশটিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছিলো ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন। তখন দেশটিতে চলছিলো মহামারির দ্বিতীয় ঢেউ।

এখন চলছে তৃতীয় ঢেউ। প্রতিদিন হু হু করে বাড়ছে সংক্রমণ। শুক্রবারের হিসেবে ভারতে সংক্রমণ বৃদ্ধির হার ৯ শতাংশ। এর আগেরদিন দেশটিতে আক্রান্ত হয়েছে ৩ লাখ ১৭ হাজার মানুষ। তার আগের দিন এই সংখ্যা ছিলো ২ লাখ ৮২ হাজার ৯৭০ জন।

শুক্রবারের হিসেবে সংক্রমণের হারও আগের দিনের ১৬ দশমিক ৪১ থেকে বেড়ে ১৭ দশমিক ৯৪ হয়েছে।

Scroll to Top