আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের সীমান্ত এলাকা থেকে কয়েক মিটার দূরে এক শিশুসহ চারজনের লাশ উদ্ধার করেছে কানাডা সরকার। লাশগুলো তুষারঝড়ের কারণে প্রায় হিমায়িত অবস্থায় ছিল। ওই পথে অভিবাসীরা যাতায়াত করতেন। এএফপি।
স্থানীয় সময় বৃহস্পতিবার কানাডার সরকারি কর্তৃপক্ষ এসব খবর জানিয়েছে। স্থানীয় সময় গত বুধবার তুষারঝড়ের মধ্যে লাশগুলো উদ্ধার করা হয়। সে সময় তাপমাত্রা ছিল মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
রয়্যাল কানাডীয় মাউন্টেড পুলিশ এক বিবৃতিতে বলেছে, তদন্তকাজের প্রাথমিক অবস্থায় জানা গেছে, তীব্র শীতের কারণে সবাই মারা গেছেন।