বাংলার আয়না

২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২২ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

সিরিয়ায় ইসরায়েলের আবার ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ায় আবার হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত হানার আগেই প্রতিহত করেছে সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী। সোমবার (৩১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে সিরীয় সেনাবাহিনী। এই হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, রাজধানী দামেস্ক এবং নিকটবর্তী আল-রাইকা শহরের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে ইহুদিবাদী ইসরাইলের বিমান থেকে গতরাত ৩টা ৫ মিনিটের সময় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

সিরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দামেস্কের উত্তর-পূর্বের কুতায়ফাহ শহরের কাছের দুর্গম এলাকা লক্ষ্য করে চালানো হয়। ওই এলাকায় ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ব্যাপক সামরিক উপস্থিতি এবং একটি অস্ত্রাগার রয়েছে।

Scroll to Top