বাংলার আয়না

স্কটল্যান্ডের রাস্তায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনকারী ট্রাক!

আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার বিরুদ্ধ পরমাণুযুদ্ধের প্রস্ত্ততি শুরু করেছে ন্যাটো? গত শুক্রবার ন্যাটোভুক্ত দেশ স্কটল্যান্ডের বৃহত্তম শহর গ্লাসগোর সড়কে একটি কনভয় নজরে এসেছে। সেই কনভয়ের মাঝে ছিল চারটি ট্রাক, যে ট্রাকগুলোতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি করছে নিউকওয়াচ নামে একটি পরমাণু অস্ত্রবিরোধী সংস্হা।

সংস্হাটির দাবি, ওই চারটি ট্রাকের মধ্যে তিনটিতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে। দক্ষিণ গ্লাসগো সিটি সেন্টার থেকে দেড় কিলোমিটার দূরে সড়কে ট্রাকগুলো নজরে এসেছে। সংস্হাটি মনে করছে, ওই অস্ত্রগুলো নিয়ে যাওয়া হচ্ছে লোচ লংয়ে রয়্যাল নৌবাহিনীর কাছে। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্হিতিতে নিউকওয়াচের আশঙ্কা, ন্যাটোর যুদ্ধ প্রস্ত্ততির অংশ হিসেবে অস্ত্রগুলো জড়ো করা হচ্ছে।

সংস্হাটির দাবি, ওই চারটি ট্রাকের মধ্যে তিনটিতে মোট ছয়টি পরমাণু অস্ত্র রয়েছে। একটি ট্রাক খালি রয়েছে বলে দাবি করেছে সংস্হাটি। নিউকওয়াচ জানিয়েছে, অস্ত্র পরিবহনের জন্য সাধারণত শহরের ওই রাস্তাই ব্যবহার করে সেনাবাহিনী। এর আগে ২০২১-এর মে মাসে ওই সড়ক দিয়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনকারী ট্রাক যেতে দেখেছিল সংস্হাটি। আনন্দবাজার পত্রিকা।

Scroll to Top