ক্রীড়া প্রতিবেদক
অনেক দিন থেকেই ইনজুরিতে ভুগছেন। চেনা ছন্দে ফিরতে না পারলেও লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তবে এবার অবসরের ভাবনা ঢুকে পড়েছে ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার মনে। আজ বুধবার অস্ট্রেলিয়ান ওপেনে নারীদের ডাবলসের প্রথম রাউন্ডেই হেরে বিদায় নেওয়ার পর অবসরের কথা ঘোষণা করেছেন হায়দরাবাদের টেনিস আইকন।
ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে সানিয়া বলেন, ‘আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। চলতি মৌসুম আমার শেষ মৌসুম। এরপর সপ্তাহ ধরে ধরে এগোতে চাই। খেলা চালিয়ে যেতে চাই বছরের শেষ পর্যন্ত। তবে খেলতে পারব কি না জানি না।’ এদিন নাদিয়া কিচেনককে নিয়ে ডাবলসে নেমেছিলেন সানিয়া। প্রথম রাউন্ডের এই ম্যাচে সানিয়া-নাদিয়া হেরে যায় কাজা জুভান এবং তামারা জিদানসেক জুটির কাছে।
সানিয়া জানিয়েছেন, বেশ কয়েকটি কারণে টেনিস থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সূত্র : এবিপি ও টিভি৯।