বাংলার আয়না

৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২১ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৪ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

বাংলাদেশের বিশ্বকাপ মিশন আজ শুরু

ক্রীড়া প্রতিবেদক, হোবার্ট, অস্ট্রেলিয়া থেকে
অস্ট্রেলিয়ার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত রাজ্য তাসমানিয়ার রাজধানী হোবার্টে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। হোবার্টের প্রাণকেন্দ্র থেকে প্রায় সাত কিলোমিটার দূরে বেলেরিভ ওভাল স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ বাংলাদেশ সময় সকাল ১০টায়। টি টোয়েন্টি ম্যাচের ভাগ্য নিয়ে আগাম মন্তব্য করা ঠিক না। তবে পরিসংখ্যানের মাপকাঠিতে আজ ফেভারিট হিসেবে ধরে নেওয়া হচ্ছে সাকিব আল হাসানদের। যদিও নিজেদের গত ১৮টি টি-টোয়েন্টি ম্যাচের মাত্র চারটিতে জয়ের মুখ দেখেছে তারা। নানা ধরনের টানাপোড়েন ভোগাচ্ছে দলটিকে। সম্প্রতি নিউজিল্যান্ডে হতাশা ছড়ানো ত্রিদেশীয় সিরিজের পরে দলের লাইনআপে আবার পরিবর্তন আনা হয়েছে। সাব্বির আর সাইফুদ্দীনকে বাদ দিয়ে নতুন করে যুক্ত হয়েছেন সৌম্য এবং শরীফুল।

সুপার টুয়েলভ পর্বে নেদারল্যান্ডস ছাড়াও দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ভারত ও পাকিস্তানের সঙ্গে আরো চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তাই প্রত্যাশা শুধু আজকের ম্যাচকে ঘিরেই সীমাবদ্ধ নয়। জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়েও স্বপ্ন দেখতে পারে বাংলাদেশের ১৭ কোটি মানুষ।

Scroll to Top