বাংলার আয়না

বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় মেসি

ক্রীড়া প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সাময়িকী ‘টাইম’ এর সম্প্রতি প্রকাশিত ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের কারিগর লিওনেল মেসি। ৩৬ বছরের অপেক্ষা শেষ করে গত ডিসেম্বরে আর্জেন্টিনাকে জিতিয়েছেন পরম আরাধ্য বিশ্বকাপের শিরোপা। ঠিক তারপরই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকাতেও জায়গা পেলেন ক্ষুদে জাদুকর। সময়টা যেন এখইন শুধু তার জন্যই। মেসি ছাড়াও এই তালিকায় জায়গা পেয়েছেন তার পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পেও।

বুধবার (১২ এপ্রিল) ‘টাইম’ এর ওয়েবসাইটে প্রকাশিত প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় পাওয়া যায় আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির নাম। সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে নিয়ে সাময়িকীটিতে লিখেছেন টেনিসের সর্বকালের অন্যতম সেরা রজার ফেদেরার।

কিছুদিন আগেই অবসর নেয়া ২০ গ্র্যান্ডস্লামজয়ী ফেদেরার লিখেছেন, ‘লিওনেল মেসির গোলস্কোরিং রেকর্ড ও শিরোপা জয় নিয়ে এখানে পুনরায় স্মৃতিচারণের কিছু নেই।’

ফেডএক্স আরও লেখেন, ‘৩৫ বছর বয়সী মেসির যে বিষয়টি আমার কাছে সবচেয়ে নজর কেড়েছে, এত বছর ধরে নিজের গ্রেটনেস ধরে রাখা। এটা অর্জন করা যেমন কঠিন তেমনি ধরে রাখাও কঠিন। তার ড্রিবলিং জাদুকরি, কৌণিক পাসগুলো যেন শিল্পকর্ম। তার সচেতনতা ও আগে থেকেই কিছু বুঝে ফেলার ক্ষমতা বোধগম্যতার বাইরে।’

Scroll to Top