ক্রীড়া প্রতিবেদক
ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ এক হ্যাটট্রিক উপহার দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারের ৬০ তম হ্যাটট্রিক করেই সাড়ে ৮ লাখ পাউন্ড তথা বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা বোনাস পেয়েছেন।
প্রায় দুই দশকের পেশাদার ক্যারিয়ারে রোনালদো খেলেছেন স্পোর্টিং, ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪৪টি হ্যাটট্রিক করেন রিয়ালের জার্সিতে। জুভেন্টাসের হয়ে করেন তিনটি আর ইউনাইটেডের হয়ে তিনটি।
পর্তুগিজ সুপার স্টারের হ্যাটট্রিকের সুবাদে গত শনিবার ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে নরউইচ সিটিকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ বাঁচিয়ে রাখল ম্যানচেস্টার ইউনাইটেড।
নরউইচের বিপক্ষে ৭, ৩২ ও ৭৬ মিনিটে গোল করেন রোনালদো। তার একার লড়াইয়ে দারুণ এক জয় পায় ম্যানচেস্টার। ইউনাইটেডকে ওল্ড ট্র্যাফোর্ডে নরউইচ সিটির বিরুদ্ধে ৩-২ জয়ে নেতৃত্ব দেন তিনি।
ম্যানচেস্টারের হয়ে ২০তম গোল করেই সাড়ে ৭ লাখ পাউন্ড এবং হ্যাটট্রিক করায় আরও এক লাখ পাউন্ড বোনাস পান রোনালদো।
রোনালদো গত ১৬ মৌসুমে ২০টি বা তার বেশি গোল করেছেন। চলতি মৌসুমে আর মাত্র ৯টি গোল করলে আরও ২.৭৫ মিলিয়ন পাউন্ড বোনাস পাবেন সিআর সেভেন।