বাংলার আয়না

৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৩ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপ: ভারত–পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
মাত্র মাস দুয়েক আগে শেষ হয়েছে সব শেষ টি–টোয়েন্টি বিশ্বকাপ। এর মধ্যেই আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং ও সূচি ঘোষণা করল আইসিসি।

আজ এই গ্রুপিং ও সূচি প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ১৬ অক্টোবর প্রথম রাউন্ড থেকে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টের সুপার টুয়েলভে ভারত–পাকিস্তানের গ্রুপে পড়েছে বাংলাদেশ।

সুপার টুয়েলভে দুটি গ্রুপ করা হয়েছে। প্রতিটি গ্রুপে ছয়টি করে দল খেলবে। দ্বিতীয় গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সঙ্গী দক্ষিণ আফ্রিকাও।

শ্রীলঙ্কা, নামিবিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের সঙ্গে প্রথম রাউন্ডে খেলবে বাছাইপর্ব পেরোনো ৪ দল। প্রথম রাউন্ডে দুটি গ্রুপে চারটি করে দল খেলবে। আইসিসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে র‌্যাঙ্কিংয়ে নিরাপদ অবস্থানে থাকায় বাংলাদেশকে প্রথম রাউন্ডে খেলতে হচ্ছে না।

বাংলাদেশের ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু হবে ২৪ অক্টোবর—প্রতিপক্ষ প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের রানার্সআপ দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে হোবার্টে। ২৭ অক্টোবর সিডনিতে পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। তিন দিন পর ব্রিসবেনে প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপের বিজয়ী দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

২ নভেম্বর অ্যাডিলেডে ভারত এবং ৬ নভেম্বর একই ভেন্যুতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৩ অক্টোবর এমসিজিতে মুখোমুখি হবে ভারত–পাকিস্তান।

১৩ নভেম্বর এমসিজিতে ফাইনাল। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার ৭টি স্টেডিয়ামে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজন করা হবে।

সুপার টুয়েলভে দুটি গ্রুপ:

এক নম্বর গ্রুপ: ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের বিজয়ী দল, প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপের রানার্সআপ দল।

দুই নম্বর গ্রুপ: ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের রানার্সআপ দল, প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপের বিজয়ী দল।

Scroll to Top