প্রথমার্ধে চোখজুড়ানো ফুটবলের দারুণ প্রদর্শনী মেলে ধরলেন নেইমার-রিশার্লিসন-ভিনিসিউসরা। প্রথম ৩৬ মিনিটে দক্ষিণ কোরিয়ার জালে চারবার বল পাঠাল ব্রাজিল। প্রতিটি গোলের পর দলটির খেলোয়াড়রা উদযাপন করলেন নেচে। দোহায় স্টেডিয়াম ৯৭৪- এর গ্যালারি মাতাল তাদের সমর্থকরা।
৪-১ গোলের দারুণ জয়ে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পা রাখল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ছবি: রয়টার্স