বাংলার আয়না

ভোলার নতুন কূপে দুই কোটি ঘনফুট গ্যাসের সন্ধান

নিজস্ব প্রতিবদেক
ভোলায় আবিষ্কৃত দ্বিতীয় গ্যাসক্ষেত্র ভোলা নর্থের নতুন একটি কূপে (ভোলা নর্থ-২) গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এখান থেকে দৈনিক ২০ মিলিয়ন বা ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে।

সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ ডিসেম্বর ভোলা নর্থ-২–এর কূপ খনন শুরু হয়। ৩ হাজার ৪২৮ মিটার গভীরতায় সফলভাবে কূপ খনন শেষ হয় ১৭ জানুয়ারি। সোমবার এ কূপে গ্যাস পাওয়া গেল। নতুন কূপ থেকে দিনে দুই কোটি ঘনফুট গ্যাস উৎপাদনের আশা করা হচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত ধারণা পেতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। এটি আরও পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে।

বাপেক্সের মালিকানাধীন এই গ্যাসক্ষেত্রে এটি দ্বিতীয় কূপ। এর আগে ২০১৮ সালে ভোলা নর্থ-১ কূপে গ্যাস পাওয়া যায়।

এ কূপের মধ্য দিয়ে ভোলায় ৮টি কূপের খনন কাজ শেষ হচ্ছে। এটি জেলা সদর উপজেলার পশ্চিম ইলিশার দক্ষিণ চরপাতা গ্রামে চেয়ারম্যান বাড়ির কাছে অবস্থিত।

বাপেক্স ব্যবস্থাপনা পরিচালক মো. আলী গণমাধ্যমকে জানান, ৩ হাজার ৫২৮ মিটার গভীরে গ্যাসের অস্তিত্ব পাওয়া যায়। এটি বর্তমানে পরীক্ষার জন্য আগুন প্রজ্বালন করা হয়।

আরও একটি কূপ খনন করা হবে বলেও সূত্র জানায়। তবে সেটি হবে নবম কূপ।

Scroll to Top