নিজস্ব প্রতিবেদক
শেষ হলো অমর একুশে বইমেলার। এবারের মেলায় প্রায় ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন ‘অমর একুশে বইমেলা ২০২৩’ এর সদস্যসচিব ডা. কে এম মুজাহিদুল ইসলাম।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, এবারের বইমেলায় বাংলা একাডেমিসহ সব প্রতিষ্ঠানের বই ২৫ শতাংশ কমিশনে বিক্রি হয়েছে। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা একাডেমির এক কোটি ২৪ লাখ টাকার বই বিক্রি হয়েছে।
বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ ৷ শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
অনুষ্ঠানে ক্যারোলিন রাইট এবং জসিম মল্লিককে ‘সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২২’ এবং কবি মোহাম্মদ রফিককে ‘কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২৩’ প্রদান করা হয়। এছাড়াও গুণীজন স্মৃতি পুরস্কার ২০২৩ প্রদান করা হয়।