বাংলার আয়না

১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২১ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

‌’বাণিজ্য মেলা-বিপিএল এ গেলে লাগবে টিকার সনদ’

নিজস্ব প্রতিবেদক
বাণিজ্য মেলা, পর্যটনকেন্দ্র ও বিপিএল খেলা দেখতে প্রবেশের সময় টিকার সনদ লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘যেখানেই যান টিকার সনদ দেখাতে হবে। এটাই সব ক্ষেত্রে প্রযোজ্য হবে।’

শুক্রবার (২১ জানুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে করোনা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

করোনার টিকা সনদের বিষয়ে নির্দেশনা মেনে চলার ব্যাপারে প্রশাসনের পদক্ষেপ দৃশ্যমান নয় জানানো হলে মন্ত্রী বলেন, ‘প্রশাসনকে আরও কঠিনভাবে বলছি, বলব, এ বিষয়ে যাতে বেশি নজরদারি করে।’

তিনি বলেন, ‘প্রতিদিন আক্রান্তের হার বেড়ে যাচ্ছে। ১১ দফা দেওয়ার পরেও সাধারণ মানুষেরা কেউ তা মানছে না। এভাবে আক্রান্তের হার বাড়তে থাকলে হাসপাতালের বেড খালি থাকবে না। স্কুলে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আগামী ২ সপ্তাহ স্কুল, কলেজ, ভার্সিটি বন্ধ থাকবে।

Scroll to Top