বাংলার আয়না

২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২২ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

প্রধানমন্ত্রীকে এফডিসিতে নিয়ে আসাই প্রথম লক্ষ্য: নিপুণ

বিনোদন প্রতিবেদক
সদ্য অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থীতা বাতিল করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণ আক্তারকে বিজয়ী ঘোষণা করেছে আপিল বোর্ড। আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শপথ নেবে নতুন কমিটি।

নিপুণকে জয়ী ঘোষণা করার পর অনুভূতি ও পরবর্তী পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এফডিসির শিল্পীদের সঙ্গেই আছি। তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। শিল্পীদের উন্নয়নে কাজ করে যাব। নির্বাচনের আগে যেটা বলেছিলাম, এখনো সেটাই বলছি, এফডিসিতে প্রধানমন্ত্রীকে নিয়ে আসাই আমার প্রথম লক্ষ্য।’

শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে শিল্পী সমিতির আপিল বোর্ডের রায় ঘোষণার পর গণমাধ্যমকে এ কথা জানান নিপুণ।

তিনি বলেন, ‘সত্যের জয় হয়েছে। আমার কাছে অনেক ডকুমেন্টস ছিল। ২৮ তারিখে পীরজাদার কাছে আমি অনেকবার গিয়েছি, তিনি আমাকে হেল্প করেনি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার আর কিছু বলার নেই।’

তিনি বলেন, ‘এটা সত্যি দারুণ ব্যাপার। আমি খুবই আনন্দিত ৩৮ বছরের সমিতির ইতিহাস নতুনভাবে লিখতে পেরে। আশা করি, ভবিষ্যতে হয়তো অন্য নারী শিল্পীরাও অনুপ্রাণিত হবেন।’

Scroll to Top