বাংলার আয়না

২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২২ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

বাস্তবতার পুরোটা দিয়ে ফিল্ম হয় না: আলিয়া

বিনোদন প্রতিবেদক
আলিয়া ভাটের গাঙ্গুবাই নিয়ে চলছে তুমুল হট্টগোল। কারণ সত্য ঘটনা অবলম্বনে ছবিটি নির্মাণ করা হলেও ছবির সাথে বাস্তবতার মিল নেই। এছাড়া বিখ্যাত চরিত্র গাঙ্গুবাইকে সমাজসেবক হিসেবে দেখানোর কথা বলেছিলেন তার পরিবার।

কিন্তু গাঙ্গুবাইকে পর্দায় পতিতা হিসেবে উপস্থাপনে তার বংশধর ভীষণ বিব্রত হয়েছেন। সম্প্রতি কলকাতায় ছবিটির প্রচারণায় এলে অনেকেই সে প্রশ্ন করলে, আলিয়া হেসে খানিকটা হালকা করার চেষ্টা করলেও সমালোচনার তোপ কমেনি। আলিয়ার মন্তব্য, ‘বাস্তবতার পুরোটা দিয়ে কোনোদিনই ফিল্ম হয় না। সবকিছুই এত নিরেট সত্য কেন খুঁজবেন ছবি দেখতে এসে।’

ছবিটির প্রচারণার কাজে আরও কয়েকটা প্রদেশ ঘুরবেন। তবে সমালোচনা যে হারে বাড়ছে, তাতে পরের প্রচারণায় আলিয়া ভাটের সিকিউরিটি আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্টরা।’

Scroll to Top