বাংলার আয়না

রকস্টার শেষ করে ওয়েব ফিল্মে নুসরাত

বিনোদন প্রতিবেদক
চারদিকে নানান বিষয়ে হৈ হুল্লোড় চললেও নিবিষ্টমনে একের পর এক কাজ করে চলেছেন নুসরাত ফারিয়া। সম্প্রতি শেষ করলেন তার নতুন ছবি ‘রকস্টার। সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার যশ।

নুসরাত ফারিয়া বলেন, ‘রকস্টার সিনেমাটির শুটিং দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। একটা ভালো কাজ শেষ করালাম। আমার সঙ্গে যশ ভালো অভিনয় করছে, যা আমি চিন্তাও করতে পারিনি। এরকম একটা কাজ করতে পারবো যশের সঙ্গে। সিনেমাটির শুটিং ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হয়েছিল। ভাল ভাল কাজ করে যেতে চাই। কাজের বাইরে আমি কিছু বুঝি না।’

নুসরাত ফারিয়া সম্প্রতি কাজ করেছেন পর্দার আড়ালে নামের ওয়েব ফিল্মে। এবার ঈদে তার অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা মুক্তির কথা রয়েছে। রকস্টার সিনেমাটি পরিচালনা করছেন বাজি, এসওএস কলকাতা, প্যানথার খ্যাত পরিচালক আংশুমান প্রত্যুষ। সিনেমাটির প্রযোজনায় যুক্ত আছে বাংলাদেশের শাপলা ফিল্ম ইন্টারন্যাশনাল লিমিটেড

Scroll to Top