বাংলার আয়না

উড়ন্ত গাড়ি এখন বাস্তবে

উড়ন্ত গাড়ি এখন আর কল্পনায় নয়, বাস্তবে । পৃথিবীতে দিন দিন প্রযুক্তি উন্নত হচ্ছে। অনেক দিন ধরেই মানুষের কল্পনা ছিল ব্যস্ত পৃথিবীর জানযট এড়িয়ে আকাশে গাড়ি নিয়ে চলবে। এখন আর এটি কল্পনা নয়। বাস্তবেই ১ জুলাই সর্বপ্রথম স্লোভাকিয়ার আকাশে গাড়ি উড়ল। এই এয়ারকারটি সর্বপ্রথম ভ্রমণ করে স্লোভাকিয়ার নিট্রা শহর থেকে রাজধানী ব্রাটিসলাভা পর্যন্ত।

Scroll to Top