বাংলার আয়না

২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২২ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

আরব সাগরে বিপুল অস্ত্র জব্দ করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
আরব সাগরের আন্তর্জাতিক জলসীমায় একটি নৌযান থেকে বিপুল সংখ্যক অস্ত্রের চালান জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। জব্দ করা এসব অস্ত্র চীন ও রাশিয়ায় তৈরি হয়েছে বলে দাবি করেছে মার্কিন নৌবাহিনী।

গত ৬ ও ৭ মে নিয়মিত টহলের অংশ হিসেবে আরব সাগরের উত্তরাংশ থেকে অস্ত্রের এ চালান জব্দ করা হয়। এসব অস্ত্র এখন যুক্তরাস্ট্রের হেফাজতে রয়েছে।আল জাজিরা।

খবরে বলা হয়, বোরবার বাহরাইনের উপকূলে অবস্থান করা যুক্তরাস্ট্রের পঞ্চম নৌবহর কর্তৃক জব্দ করা এসব অস্ত্রের মধ্যে রাশিয়ার তৈরি কয়েক ডজন ট্যাংক ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র, চীনের তৈরি হাজারের বেশি টাইপ-৫৬ রাইফেল, শতাধিক পিকেএম মেশিনগান, স্নাইপার রাইফেল, গ্রেনেড লঞ্চার রয়েছে। অস্ত্রেগুলো নৌযান থেকে নামানোর পরে আটক নাবিকদের ছেড়ে দেয়া হয়েছে। আটক কার্গোনৌযানটিতে কোন দেশের পতাকা ছিল না। সেটি একটি সাধারণ পালতোলা নৌযান ছিল।

Scroll to Top