বাংলার আয়না

২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২২ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই: জ্যাকব

নিজস্ব প্রতিবেদক
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, বাংলাদেশের মানুষ সন্ত্রাস ও জঙ্গিবাদ, মানুষ হত্যা পছন্দ করেন না। এ দেশের মানুষ ধার্মিক হতে পারেন কিন্তু ধর্মান্ধ নয়। ইসলাম একটি শান্তি প্রিয় ধর্ম।

বৃহস্পতিবার ভোলার চরফ্যাশনউপজেলার টাউন স্কুল মাঠে ২৫টি এতিম খানা ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত যৌথ ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি জ্যাকব বলেন, বিএনপি-জামায়াতের দুঃশাসন আর নৈরাজ্যের কারণে ইসলামের নামে কিছু জঙ্গিবাদ দেশে সৃষ্টি হয়েছিল সেগুলো দেশের নিরাপত্তা বাহিনী যথার্থভাবে কঠোর হস্তে দমন করতে পেরেছেন। ইসলামে কোনো সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই। দেশের মানুষ সংঘাত চায় না, সন্ত্রাস চায় না। দেশবাসী চায় নিরাপত্তা, উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ একটি শান্তি প্রিয় দেশ। দেশের বর্তমান পরিস্থিতিতে দেশকে অস্থিতিশীলকারীদের ব্যাপারে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। সন্ত্রাস-জঙ্গিবাদ দমন করে স্থিতিশীল করার কারণেই বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। আগামীর সম্ভাবনার বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করলে জনগণকে নিয়ে তাদের সমুচিত জবাব দিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো: মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, ওলামালীগের সভাপতি মাওলানা মাইন উদ্দিনসহ চরফ্যাসন উপজেলার ২৫টি এতিম খানার অসহায় এতিম ও মাদ্রাসার আলেম ওলামারা।

 

Scroll to Top