বাংলার আয়না

১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২১ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

করোনায় মিশরে ঈদ উৎসব নিষিদ্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
করোনা মহামারী থেকে সুরক্ষায় দেশে দেশে নানা বিধি-নিষেধের মধ্য দিয়ে যেতে হচ্ছে মানুষের। এরই অংশ হিসেবে ঈদুল ফিতরের সব ধরণের উৎসব নিষিদ্ধ ঘোষণা করেছে মিশর। মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন। আরব নিউজ।

খবরে বলা হয়, মিশরে করোনা মহামারির তৃতীয় ঢেউ শুরু হয়েছে। এই অবস্থায় দেশটিতে সব ধরণের দোকানপাট, রেস্টুরেন্ট, শপিংমল আংশিক বন্ধ ঘোষণা করা হলো। এ ছাড়া নিষিদ্ধ করা হলো ঈদুল ফিতরের সব ধরণের উৎসব। আজ বৃহস্পতিবার থেকে শুরু করে অন্তত আগামী দু’সপ্তাহ সেখানে এসব বিধিনিষেধ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

এছাড়া আগামী ১২ মে থেকে ১৬ মে পর্যন্ত দেশটিতে ঈদুল ফিতরের ছুটি থাকবে। তবে ওই পাঁচদিন সকল উদ্যান, পার্ক ও সমুদ্র সৈকত বন্ধ থাকবে। চলবে না গণপরিবহণও। শুধু নির্দিষ্ট কিছু মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। তবে সেক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে এবং শিশুদেরও সঙ্গে আনা যাবে না।

Scroll to Top