ভোলা সদর সংবাদদাতা
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য ভোলা জেলা বিএনপি ও ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ৭ মে শুক্রবার বাদ জুমা ভোলা বড় মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা ফজলুল করীম।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, জেলা বিএনপি’র সহ-সভাপতি মিন্টু মোল্যা, যুগ্ম সম্পাদক বশির হালদার, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, সহ-সভাপতি আলামিন মিয়াজী, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, জেলা কৃষক দল নেতা পিটার, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাজিমুদ্দিন নিকসন প্রমুখ।