বাংলার আয়না

গাজায় হামাসের শীর্ষ নেতার বাড়িতে ইসরাইলের বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজায় যে সর্বশেষ দফা বোমা হামলা চালিয়েছে তাতে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের এক শীর্ষ নেতার বাড়ি লক্ষ্য করেও বোমা ফেলা হয়েছে। সামরিক বাহিনী এই বোমা হামলার একটি ভিডিও প্রকাশ করেছে। গাজায় হামাসের নেতা শীর্ষ এক নেতা ইয়াহিয়া সিনওয়ারের বাড়িতে বোমাটি বিস্ফোরিত হয় বলে তারা দাবি করছে।
রবিবার গাজায় ইসরাইলের বোমা হামলায় নিহত হয়েছে আরও অন্তত ২৬ জন। রবিবার বিকালে গাযা হতে হামাস আবারও পাল্টা রকেট হামলা চালিয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি রকেট হামলার কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। গাজায় ফিলিস্তিনিদের সাথে ইসরাইলের বিরোধ সপ্তম দিনে পৌঁছানোর পর এমন মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘাত অবসানের আহ্বান জানিয়েছে। শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, মি. নেতানিয়াহু এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

Scroll to Top