বাংলার আয়না

২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২২ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

চরফ্যাসনে বেতুয়া কায়াকিং পয়েন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরেফিন, জিসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেরাব হোসেন, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার সিয়াম এবং বিমান ও পর্যটন মন্ত্রাণালয়ের শিক্ষানবিস পাইলট তৌফিক ইলাহি রাহিন চার বন্ধু মিলে করোনাকালে নিজেদের হাতখরচ ও টিউশনির টাকা বাঁচিয়ে চরফ্যাশনে লালমোহন সীমান্তবর্তী এলাকার খালে স্থাপন করেছেন বেতুয়া কায়াকিং পয়েন্ট।

সোমবার ১১টায় এ কায়াকিং পয়েন্ট উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এ সময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, সহকারী কমিশনার ভূমি রিপন বিশ্বাস, চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র উপস্থিত ছিলেন।

প্রাথমিকভাবে পাঁচটি কায়াকিং বোটে ১২টি সিট রয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কায়াকিং পয়েন্ট খোলা থাকবে। কায়াকিং বোটে ৩০ মিনিটের জন্য ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। একটি কায়াকিং বোটে ২ জন, বড় কায়াকিং বোটে ৩ জন ধারণ ক্ষমতা রয়েছে।

Scroll to Top