বাংলার আয়না

টি-টোয়েন্টি দলে দেখা যেতে পারে ডি ভিলিয়ার্সকে

ক্রীড়া প্রতিবেদক
করছিলেন দুর্দান্ত ফর্ম। তারপরেও মাত্র ৩৪ বছর বয়সে আচমকা অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার হার্ড হিটার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ২০১৮ সালের মার্চে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার পর প্রোটিয়া জার্সিতে আর তাকে দেখেনি ক্রিকেট প্রেমিরা।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও টি-টোয়েন্টির ফ্রেঞ্চাইজি টুর্নামেন্ট গুলোতে দারুণ খেলছেন ভিলিয়ার্স। সদ্য স্থগিত আইপিএলে তার কয়েকটি ইনিংস ভক্তদের মনে জায়গা করে নিয়েছে। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলেছেন। এদিকে ভিলিয়ার্সের এই ফর্মকে কাজে লাগাতে চাইছে দক্ষিণ আফ্রিকা। গত অক্টোবরের টি-টোয়েন্টি ফর্মেটে এই মারকুটে ব্যাটসম্যানকে আবারও দলে ফেরাতে আগ্রহী দেশটির ক্রিকেট বোর্ড।

সে জন্য অবসর ভেঙে জাতীয় দলে ফিরতে হবে তাকে। জানা গেছে, এতে আছেন ডি ভিলিয়ার্স রাজি। ডানহাতি এই ব্যাটসম্যানকে দেখা যেতে পারে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেই। এ বিষয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের পরিচালক ও সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ বলেছেন, আগামী মাসে দুটি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে দ. আফ্রিকা। এই সফরে টি-টোয়েন্টি দলে ডি ভিলিয়ার্সকে দেখা যেতে পারে।

Scroll to Top