বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের দেড় শতাধিক ছবির নায়ক ওয়াসিম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাত ১২.৪০ টায় তিনি ইন্তিকাল করেছেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন না। ‘অনেক দিন ধরেই ওয়াসিম ভাই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি চিকিৎসাধীন ছিলেন রাজধানীর শাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তার রুহের মাগফিরাত কামনা করছি।
একসময়ের দর্শকপ্রিয় এই নায়ক বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে বাসাতেই ছিলেন। হাঁটতে পারতেন না বলে বিছানাতে শুয়ে-বসে দিন কেটেছে তাঁর। সম্প্রতি ভর্তি করা হয় উক্ত হাসপাতালে।