বাংলার আয়না

পুকুর পাড়ে কলা চাষ করে বাড়তি আয়

নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশনের কলমি ইউনিয়নে বাড়ীর ঘের ও পুকুর পাড়ে কলা চাষ করে বাড়তি আয়ের মুখ দেখছেন এলাকার কৃষকরা।
কৃষক হারুনুর রশিদ বলেন, তিনি তিন বিঘা জমি কেটে পুকুর দিয়েছেন। পুকুরের পাড়ে রোপণকৃত কলাগাছ থেকে সারা বছরই ফলন পাওয়া যায়। তিনি বলেন, পুকুর পাড়ের প্রতি বিঘা থেকে প্রতি বছর প্রায় ৪০ হাজার টাকা লাভ হচ্ছে।
কৃষক আলমগীর বলেন, আমাদের এলাকায় প্রায় বাড়িতেই কলার চাষ হয়। তবে এবার অনেক কৃষক জমিতে পুকুর কেটে বা বাধ নির্মাণ করে কলার চাষ করেছেন। এতে ফলন ভালো হয়েছে।
আরেক কৃষক মফিজুল বলেন, এতে বেশি যত্ন নিতে হয়না তবে বেশ বাড়তি আয় হয়।

Scroll to Top