বাংলার আয়না

২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২২ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা: নেতৃত্বে কুশল পেরেরা

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেখানে জায়গা হয়নি অনেক অভিজ্ঞ ও নিয়মিত মুখের। প্রায় নবীন দল নিয়েই বাংলাদেশে আসবে লঙ্কানরা।

জানা যায়, নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারাত্নেকে সরিয়ে এবারের বাংলাদেশ সফরে নেতৃত্বের দায়িত্ব দেয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরাকে। তার সঙ্গে সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে কুশল মেন্ডিসকে

বাংলাদেশ সফরের শ্রীলঙ্কা স্কোয়াড: কুশল জেনিথ পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), ধনঞ্জয় ডি সিলভা, পাথুম নিসাঙ্কা, আশেন বান্দারা, দানুশকা গুনাথিকালাকা, ভানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, রমেশ মেন্ডিস, আকিলা ধনঞ্জয়, নিরোশান ডিকভেলা, দুশমন্থ চামিরা, আসিথা ফার্নান্দো, লাকশান সান্দাকান, চামিকা করুনারাত্নে, বিনুরা ফার্নান্দো এবং শিরান ফার্নান্দো।

Scroll to Top