বাংলার আয়না

বাজারে উঠতে শুরু করেছে রসালো ফল লিচু

নাটোর সংবাদদাতা
নাটোরের গুরুদাসপুরে আড়তে লিচু বিক্রি শুরু হয়েছে। টসটসে রসালো ফল লিচু আড়তে নিয়ে আসছেন বাগান মালিকরা।

নাটোরের জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, নাটোরে এবার পাঁচ হাজার ৮৫৭ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। হেক্টর প্রতি ১৩.৬ মেট্রিক টন ধরলে জেলায় মোট লিচু উৎপাদন হবে প্রায় ৯০ হাজার মেট্রিক টন। তবে গত বছরের তুলনায় এবার লিচুর ফলন কম হলেও ভালো দাম পাওয়ায় খুশি বাগান মালিকরা। প্রতি এক হাজার লিচু বিক্রি হচ্ছে দুই হাজার থেকে ২২০০ টাকায়।

এদিকে, রোববার (১৬ মে) দুপুরে নিরাপদ লিচু উৎপাদন এবং বাজারজাত নিয়ে স্থানীয় বেড়গঙ্গারামপুর একটি লিচু বাগানে লিচু ব্যবসায়ী, আড়তৎদারসহ জড়িত সকলের সঙ্গে মতবিনিময় সভা করেন জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা। সভায় বেশির ভাগ লিচু বাগান মালিক আড়ত মালিকদের কমিশন বাণিজ্যির বিষয়ে অভিযোগ করেন।

Scroll to Top