নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চরফ্যাশন সদরের ফ্যাশ স্কয়ারে মানুষের ঢল নেমেছে। তবে দর্শনার্থীদের মাঝে নেই তেমন করোনা সচেতনতা। সেখানে মানা হচ্ছে না শারীরিক দূরত্ব, অধিকাংশেরই মুখে নেই মাস্ক।
আজ (শুক্রবার) বিকেল ৪টার পর থেকে স্কয়ার এলাকায় দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করে। দূর-দূরান্ত থেকে কেউ আসছে মোটরসাইকেলে, কেউ অটোরিকশায়। দর্শনার্থীদের ভিড়ে স্কয়ারের আশপাশে জমে উঠেছে দোকানপাট।
এ ছাড়াও জ্যাকব টাওয়ার, বেতুয়া ঘাট, মন্ত্রীর খামারবাড়ী, মায়া ব্রীজ, সামরাজ মাছ ঘাট, কুকরি-মুকরি, নারকেল বাগান, তারুয়া সী বিচ, সোনার চর, মনপুরার দক্ষিণা হাওয়া সী বিচ এলাকায় মানুষরে প্রচণ্ড ভীড় দেকা যায়।