বাংলার আয়না

মঙ্গলবার বজ্রপাতে ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সারাদেশে বজ্রপাতে একদিনে ছয়জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, বানিয়াচংয়ে এক নারী, চরফ্যাশনে এক কৃষক ও এক নারী, হাতিয়ায় এক জেলে, ফেনী শহরে এক কিশোর ও দোয়ারাবাজারে এক কৃষক। মঙ্গলবার সকাল থেকে বিকেলের মধ্যে এসব বজ্রপাত ঘটে।
জানা যায়, দুপুরে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর গ্রামের আব্দুল হালিম হাওলাদার (৩৭) ও একই উপজেলার দুলালহাট থানার আহাম্মদপুর ইউনিয়নের ফজিলাতুন্নেছা (৬০) বজ্রপাতে মারা যান।
হবিগঞ্জ সংবাদদাতা জানান, বিকেল ৫টার দিকে হবিগঞ্জের বানিয়াচং হাওরে বজ্রপাতে লক্ষী সরকার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
নোয়াখালী সংবাদদাতা জানান, দুপুরে হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নে বজ্রপাতে মোবারক হোসেন (২২) নামে এক জেলে নিহত হয়েছেন।
ফেনী সংবাদদাতা জানান, দুপুর ১ টার দিকে ফেনী শহরতলীর উত্তর সহদেবপুর এলাকায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে সঞ্জীব দাস (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ফেনী শহরের মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
সুনামগঞ্জ সংবাদদাতা জানান, সকালে দোয়ারাবাজার উপজেলার দেখার হাওরে বজ্রপাতে মো. আব্দুল বারী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

Scroll to Top