বাংলার আয়না

মনপুরায় ৬২৩৬ অসহায় পরিবারের মাঝে ভিজিএফ এর নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
মনপুরার ৪ ইউনিয়নে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ৬ হাজার ২ শত ৩৬ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার দেয়া ভিজিএফ এর নগদ অর্থ বিতরণ চলছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ( শুক্রবার, ৭ মে) উত্তর সাকুচিয়া ইউনিয়নে ১হাজার ৪ শত ৩১ পরিবারের মাঝে ভিজিএফ এর নগদ অর্থ (চেক) বিতরণ করা হয়েছে। নগদ অর্থ (চেক) বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামীম মিঞা এবং উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন।

এই সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইলিয়াছ মিয়া, ট্যাগ অফিসার মো: মোকাম্মেল হক, প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মো: ছালাহউদ্দিন, ইউপি সচিব রুমন চন্দ্র দেসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, হাজিরহাট ইউনিয়নে ১৮৬৫ পরিবার, মনপুরা ইউনিয়নে ১৫১৮ ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ১৪৩১ পরিবারের মাঝে ভিজিএফ এর নগদ অর্থ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Scroll to Top