নিজস্ব প্রতিবেদক
করোনা পরিস্থিতিতে এবারো ঈদগাহে বা খোলা জায়গায় পবিত্র ঈদুল ফিতরের জামাত আদায় করা যাবে না। মসজিদে পড়তে হবে ঈদের নামাজ। একইসাথে মসজিদে জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছে সরকার।
গতকাল সোমবার ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব মো: সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্যসহ কিছু নির্দেশনা জারি করেছেন।